দেবিদ্বারে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামটি এখন অবহেলায় অযত্নে
- আপডেট সময় : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম টি বালু ব্যবসায়ীদের দখলে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
কুমিল্লা ঐতিহ্যবাহী দেবিদ্বার উপজেলার এবিএম গোলাম মোস্তফা খেলার মাঠের ভিতরে বাল,, পাথর,, সিলেকশন,, রেখে ব্যবসা করছে একটি প্রতাপশালী মহল এমন অভিযোগ তুলে পুনরায় মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান স্থানীয়রা। তবে এ নিয়ে দেখার যেন কেউ নেই বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সবুর স্যার এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্কুল কর্তৃপক্ষের তোয়াক্কা না করে খেলার মাঠে এমন কাজটি করা হচ্ছে, তবে এ বিষয়ে একাধিকবার বলা হলেও তা মানা হচ্ছে না। তবে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান থাকাকালীন সময়ে ওয়ালিং বেবির কাজটি করা হয় তারপরও এমন কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
অন্যদিকে বিশিষ্ট ক্রীড়াবিদদের উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি বিপি ময়নাল হোসেন জানান এ ঐতিহ্যবাহী খেলার মাঠে যারা বালি পাথর রাখে এমন কাজ করছে তাদের কারণে স্বাভাবিক খেলোয়াড়দের অনেক সময় খেলতে গিয়ে হাত-পা কেটে যায় এবং মাঠের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি বলেন স্কুল কর্তৃপক্ষ এ প্রশাসনের কাছে দাবি খেলার মাঠের সুন্দর পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান এ ব্যাপারে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
অন্যদিকে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জানা ছিল না তবে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।