দেওয়ানগঞ্জ উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা
- আপডেট সময় : ১১:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করা হয়েছে । এ সংক্রান্ত এক যৌথ সভায় পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জামালপুর ০১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল । তিনি আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধনের পর, দেওয়ানগঞ্জ উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীনমুক্ত সম্পর্কিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । পরে তিনি সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ করেন ।
তিনি আরো বলেন দেশের প্রতি ইঞ্চি মাটি কাজে লাগাতে হবে উৎপাদন বাড়াতে হবে । কোন মাটি খালি রাখা যাবেনা । অযথা খাদ্য নষ্ট না করার পরামর্শ দিয়ে বলেন বিয়ে বাড়ীতে গিয়ে কোন খাবার নষ্ট করা যাবেনা । অল্প অল্প করে খাবার নিয়ে খেতে হবে একবারে বেশী করে নিয়ে অপচয় করা যাবেনা ।তিনি সরকারি কর্মকর্তাদের সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান ।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোঃ নুরুন্নবী অপু । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারি কমিশনার ভূমি মাহবুব হোসেন,দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আকন্দ ।জেলা পরিষদ সদস্য হারুন উর রশিদ ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি প্রমুখ ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমপির পিএ বিকাশ কবির ইমরান।