দিনাজপুরে কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
- আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে
এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে॥ বাংলাদেশ কৃষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশবাসী চরম অসহায়ত্বে আছে, অথচ কৃষিপন্যের লাভজনক দাম খোদ উৎপাদক কৃষকের হাতেই পৌঁছে না। বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরোও ভয়াবহ চেহারা ধারণ করবে।
২৮ জানুয়ারী শনিবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দিনাজপুর জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলতাফ হোসাইন, নীলফামারী জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি শ্রীদাম দাস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, প্রগতি লেখক সংঘ দিনাজপুরের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরজ্জামান জামান, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক হাফিজার রহমান ও উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু। এছাড়া দিনাজপুর সদর সহ ১৩ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বিক্ষোভ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবুল কালাম আজাদকে সভাপতি ও ইকবাল হাসান সিদ্দীকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।