দিনাজপুরের চিরিরবন্দরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে
- আপডেট সময় : ০৫:২৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
আজ ৭ই মে রবিবার বেলা সাড়ে ১১ টায় চিরিরবন্দর এলএসডি চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে একযোগে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
চিরিরবন্দর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবাব, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন সরকার, চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজুল ইসলাম আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী নুর আমিন শাহ প্রমূখ
চিরিরবন্দর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা দরে সর্বমোট লক্ষ্যমাত্রা ১ হাজার ৬ শত ৫৮ মেঃটন ও ২০২৩ অর্থবছরে চাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ১০ হাজার ৯ শত ৪৪ মেঃটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।