দামুড়হুদার বিষ্ণুপুরে এক সঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী
- আপডেট সময় : ১২:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুরে কল্পনা (২৮) এক প্রসূতি একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (৯ মে) রাতে আঁখি-তারা জেনারেল হাসপাতাল নামের(চুয়াডাঙ্গা) একটি বেসরকারি হাসপাতালে ৪ কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। গাইনি চিকিৎসক ডা. আকলিমা খাতুনের অস্ত্রোপচারে চার শিশুর জন্ম হয়। তবে চারটি শিশুই অপুষ্ট হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তান ও সন্তানদের মা কল্পনা সুস্থ আছেন। তবে প্রসূতির রক্তরক্ষণ হচ্ছে। চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হবে
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়ার দিনমজুর মাহাবুবের স্ত্রী। এর আগে তাদের নাঈম নামের ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে। চার নবজাতকের বাবা দিনমজুর মাহাবুব বলেন, চার কন্যা সন্তান হওয়ায় আমি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি পেশায় দিনমজুর, দিন আনি দিন খাই। এই চার কন্যাসহ পাঁচ সন্তানের জন্য যেমন খুশি লাগছে, ঠিক তেমনই চিন্তায় আছি। ক্লিনিকের বিল মেটানোর সামর্থ্য নেই আমার, প্রশাসন থেকে যদি সহযোগিতা পাই তাহলে সন্তানদের লালন-পালন করা সহজ হবে। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থভাবে বেড়ে উঠে।
অস্ত্রোপচার করা চিকিৎসক ডা.আকলিমা খাতুন বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশু ও শিশুদের মা সুস্থ আছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যাসন্তান আমার তত্ত্বাবধানে আছে। তারা কিছুটা অপুষ্ট। তবে অক্সিজেন ছাড়াই বর্তমানে সুস্থ রয়েছে। তাদের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জেনেছি। তিনি আরও বলেন, এর আগেও যমজ বাচ্চা দেখেছি। একসঙ্গে তিনটা বাচ্চা জন্মগ্রহণ খুব কম হয়। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম আমার জীবনে এই প্রথম দেখলাম।