দাউদকান্দি বাঁধন হত্যাকাণ্ডের ৬ং আসামি মেহেদি মজুমদার দুবাই পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার
- আপডেট সময় : ১২:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৪০৮ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের আলোচিত পুলিশ কনস্টেবল রাহেজুল আমিন বাঁধন হত্যা মামলায় এজহার নামেও আসামি মেহেদী হাসান মজুমদারকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার রাতে একটি বিশেষ ফ্লাইটে দুবাই পালিয়ে যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গৌরীপুর তদন্ত্র কেন্দ্র পুলিশ।
আলোচিত বাদন হত্যাকাণ্ডের গ্রেফতারকৃত মেহেদী হাসান মজুমদার এজহার নামীয় ৬নং আসামী এবং বাসরা গ্রামের মোঃ রফিক মজুমদারের ছেলে।
গত ২৩ এপ্রিল রবিবার আলোচিত পুলিশ সদস্য রাহিজুল আমিন বাঁধনকে নিজ বাড়িতে নির্মন ভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ৬৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক শাহাজালাল বিমানবন্দর থেকে দুবাই পালিয়ে যাওয়ার সময় আসামি মেহেদী হাসান মজুমদার কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে বাঁধন হত্যা মামলায় এখন পর্যন্ত ৪১ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত রাহিজুল আমিন বাঁধন নোয়াখালী জেলা পুলিশের সদস্য ছিলেন, এবং দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিন ইউনিয়নের বাসরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলি আহমেদের ছেলে।
নিহত বাঁধন হত্যাকাণ্ডের ফ্যামিলি জানান অতি শীঘ্রই বাকি আসামি গুলোদের কে আইনের আওতায় আনা হবে।