সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় গরু চুরি মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গেপ্তার-৫
আশিক মিয়া,তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় গরু চুরি মামলা ও ওয়ান্টভুক্ত আসামীসহ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর দিকনির্দেশনা এস,আই জাহিদ হাসান,এস,আই রফিকুল ইসলাম (২) সঙ্গীয ফোর্সসহ অভিযান চালিয়ে গরু চুরি মামলার আসামী কামারগাঁও গ্রামের আঃগনীর পুত্র জামাল(৪০),হরিয়াতলা গ্রামের রুস্তম আলীর পুত্র তোফাজ্জল(৩০) ও ও বাতিকুরা গ্রামের আরজ আলীর পুত্র ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মানিক মিয়া (২৫) ও ফৌঃ কাঃবিঃ ১৫১ ধারা ডৌহতলী গ্রামের খাইরুল(২০)এবং সালমান (২৫)কে গ্রেপ্তার করে আজ ১৮ফেব্রুযারী শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।