তারাকান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
মোঃ আশিক মিয়া, তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন
জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক ।
তিনি নারী দিবসে বক্তব্য বলেন, নারী আর আজ অবলা না। নারীকে স্বাবলম্বী করে তুলেছেন আওয়ামী লীগ সরকার। ঘরে বসে থাকলে দেশের উন্নয়ন সম্ভব না। ঘর থেকে বাহির হওয়া জরুরী। দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারী। আওয়ামী লীগ সরকারের কারনে নারীরা আজ ফিরে পেয়েছে মর্যাদা। আগে সন্তানের প্রয়োজনীয় কাগজপত্রে পিতার পরিচয় দেয়া থাকতো। বর্তমানে মায়ের তথ্য দেয়া হচ্ছে। মায়ের এ্যাকাউন্টে টাকা দেয়া হচ্ছে সন্তানের উপবৃত্তির। ঘরের কাজের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই সকল নারীকে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে আত্মনির্ভশীল করতে চাইলে কর্মসংস্থান মূলক কাজে মনযোগী হওয়া জরুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, শিক্ষিকা কামরুন্নাহার, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।