ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ আলী খানের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পূড়িয়ে দেয়।
আমজেদ আলী খানের পুত্র মোঃ মাহফুজ খান অভিযোগ করেন, আগামী ২৯ শে মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন সংঘটিত হয়।
৯ মে দিবাগত রাত ১২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলীর খানের পরিত্যাক্ত একটি কাঠের ঘরে অগ্নিকান্ড সংঘঠিত হয়। কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মিরা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মুহুর্তের মধ্যে দেড় শত বছরের পূরনে ৫ লক্ষাধীক টাকার মূল্যের ঘরটি পুড়ে চাই হয়ে যায়।
মুক্তিযোদ্ধার আমজেদ আলী খানের পুত্র মোঃ মাহফুজ খান জানান, বর্তমানে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনা চলছে, আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারের কর্মি।
আমাদের ধারনা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মি সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কোন প্রার্থীর কর্মি সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছিনা। আগুনে পূড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এটি পারত্যাক্ত অবস্থায় ছিলো। এর পাশে সেমি পাকা ঘরটিতে আমরা বসবাস করি।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থল কাঠালিয়া থানার পুলিশের একটি দল রাতেই পরির্দশন করেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বর্তমান জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া সিকদার