ঝালকাঠির কাঠালিয়ার ইউপি চেয়াম্যান সহ তিনজনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।
আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা দীপক কুমার হাওলাদারকে ১নং আসামী করে চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারকে ২নং ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস মোঃ হেলাল উদ্দিনকে ৩ নং আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার। তিনি জানান, তদন্ত পূর্বক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।
এ ব্যাপারে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার জানান, এটি নির্বাচনী প্রতিহিংসা মূলক একটি মামলা।
উল্লেখ্য যে, ০৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে ১০ কেজি ওজনের ৬ প্যাকেট ব্রি-৪৮ ধানের বীজ ও আওরাবুনিয়া ইউনিয়নের যুবলীগ নেতা দিপক কুমার হাওলদারের পশ্চিম ছিটকী (সাতানি বাজার) এর ভাড়া বাসা থেকে এমওপি ৫ বস্তা ও ডিএপি ২ বস্তা রাসায়নিক সার এবং ব্রি-৯৮ ধান দুই প্যাকেট, ব্রি-৪৮ ধান চার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।