ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা শেষে সংঘর্ষ, আহত ১৪, আটক ১৬
- আপডেট সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে সংঘর্ষে পুলিশ ও বিএনপি উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পরে পুলিশের উপরে হামলার অভিযোগে পুলিশ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সকাল সারে ১১ টার দিকে শহরের আমতলা সড়কে বিএনপির পদযাত্রার কর্মসূচী শেষে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের বিষয়ে পুলিশের দাবি বিএনপির নেতা-কর্মীদের হামলায় ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। অন্যদিকে বিএপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিএনপির ৮ নেতা-কর্মী আহত হয়েছে। তবে ছাত্রলীগ ও যুবলীগ হামলার বিষয় অভিযোগ অস্বীকার করেছে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন ফিরোজ কামাল, এসআই মো. শফিকুর রহমান, এসআই খোকন হাওলাদার, এসআই নজরুল ইসলাম এএসআই শিপন ও কনস্টবল মতিয়ার রহমান। এরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রার কর্মসূচী শেষে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরে ইট-পাটকেল নিক্ষেভ করে। এতে ঝালকাঠি সদর থনার ওসি (অপারেশন) ফিরোজ কামালসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।
তবে বিএনপির নেত-কর্মীদের দাবী তাদের কর্মসূচী শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবদলের নেতা-কর্মীরা অফিসে হামলা চালায়। এতে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন ,সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ছাত্রলীগ-যুবলীগ আমাদের নেতা-কর্মীদের ওপরে হামলা করেছে। আহত নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে চিকিৎসা নিতে পারছে না।