সংবাদ শিরোনাম ::
জামালপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
মোঃ কবির হোসনে, জামালপুরঃ
- আপডেট সময় : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন, জামালপুরঃ
জামালপুরের মেলান্দহে হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মুকুল মন্ডলের ছেলে রাজা মিয়া (৩২) ও সুরুজ মন্ডলের ছেলে জামিল (২৮)।পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার এসআই প্রভাস চন্দ্র দাস, এসআই জাহিদুল ইসলাম (জাহিদ) উপজেলার দেউলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেপ্তার করেন।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন দুই কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।