জামালপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৯:৫৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জামালপুরে কর্মরত সাংবাদিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত করোনাকালীন আর্থিক অনুদানের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
রবিবার (২৯ জানুয়ারি) রাতে জামালপুর প্রেসক্লাব সম্মেলনকক্ষে জামালপুর প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব এসব চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।
জামালপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি,জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমূখ।
উল্লেখ্য, জামালপুর প্রেসক্লাব আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অনুদানের পক্ষ থেকে মোট ৩৫ জন সাংবাদিককে এ চেক প্রদান করা হয়।