জামালপুরে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের অব্যাহতির আদেশ প্রত্যাহার
- আপডেট সময় : ০৫:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
জামালপুরে দল থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার (১০ মে) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত একপত্রে তাঁর অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।
ওইপত্র থেকে জানা গেছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এক বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ সম্পাদকের পদ থেকে এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশও।
এডভোকেট হাফিজুর রহমান স্বপনের লিখিত জবাব সন্তোষজনক হওয়ায় এবং তার ছাত্র ও যুব রাজনীতিতে বিশেষ ভুমিকা রাখেছেন। তিনি বহুদিন ধরে সদর উপজেলা আওয়ামী লীগকে শক্ত অবস্থানে বিদ তৈরি করতে নিরলস ভাবে কাজ করেছেন। সকল কিছু বিবেচনায় নিয়ে, রাজনীতিতে তার সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে জেলা আওয়ামী লীগ।