জামালপুরে বৃদ্ধ কৃষক হাছেন আলীর ধান কাটলো যুবলীগ

- আপডেট সময় : ১০:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় ধানকাটা কর্মসূচীর ঘোষণা মোতাবেক । আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তার অংশ হিসাবে জামালপুর জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদের নেতৃত্বে ৭০ বছর বয়সী এক অসহায় বৃদ্ধ কৃষকের পাকা ধান কেটে দেওয়া হয়। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের অন্তর্গত ফতেপুর গ্রামের বৃদ্ধ কৃষক হাছেন আলীর ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে জামালপুর জেলা যুবলীগ। বৃদ্ধ কৃষক হাসেন আলী বলেন, আমার মতো অসহায় মানুষের পাশে যারা এগিয়ে এসেছে মহান আল্লাহ তাদের হেফাজত করুক, এবং নেক হায়াত দান করুক। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন,
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুকান্ত কর্মকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মামুন,ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল ঢালী, ক্রীড়া সম্পাদক আকবর,সহ- সম্পাদক আবু সাঈম বাবু মোল্লা,সহ জামালপুর জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ধান কাটায় অংশ নেন।