ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশি-বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় শেখ হাসিনা সরকারকে হটিয়েছে : নানক রংপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি রুখতে দলীয় অভিযোগ সেল গঠন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় রাষ্ট্রপতির অভিনন্দন এ দেশে মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে-জানে আলম খোকা লালপুরে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন ঝালকাঠির রাজাপুরে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন জনতার পুলিশ গঠনে সহযোগিতা চাইলেন এসপি বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ২০ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জামালপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্র আটক

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অটোরিকশার কাগজ দেখতে পুলিশ পরিচয়, চালক এসে দেখলেন রিকশা নেই, অতঃপর দুই ঘন্টা পর উদ্ধার করলেন পুলিশ,
জামালপুরের সদর উপজেলায় পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৭ মার্চ) দিনগতরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট আড়ংহাটি গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মো. রমিজল (৪২) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার উত্তর ফরাসগঞ্জ এলাকার আল ইসলাম হাওলাদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কাগজ দেখাতে বলেন জিয়াউল হক ওরফে কালু (২৮) নামে এক অটোরিকশাচালকের কাছে। এসময় চালক কাগজ আনতে গেলে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। ফিরে এসে অটোরিকশা না পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করেন চালক। পরে রাত ১২টা ৩০ মিনিটে পাশ্ববর্তী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্র আটক

আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

অটোরিকশার কাগজ দেখতে পুলিশ পরিচয়, চালক এসে দেখলেন রিকশা নেই, অতঃপর দুই ঘন্টা পর উদ্ধার করলেন পুলিশ,
জামালপুরের সদর উপজেলায় পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৭ মার্চ) দিনগতরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট আড়ংহাটি গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মো. রমিজল (৪২) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার উত্তর ফরাসগঞ্জ এলাকার আল ইসলাম হাওলাদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কাগজ দেখাতে বলেন জিয়াউল হক ওরফে কালু (২৮) নামে এক অটোরিকশাচালকের কাছে। এসময় চালক কাগজ আনতে গেলে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। ফিরে এসে অটোরিকশা না পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করেন চালক। পরে রাত ১২টা ৩০ মিনিটে পাশ্ববর্তী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান।