সংবাদ শিরোনাম :
জামালপুরে খালের পানিতে ডুবে গরু চোরের মৃত্যু
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
![](https://www.dailyjokhonsomoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জামালপুরে গরু চুরি করে পালানোর সময় খালের পানিতে ডুবে এক চোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৩ মে) মাদারগঞ্জ উপজেলার মহিষবাথানে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, গতরাতে মহিষবাথান এলাকায় গরু চুরি করে ট্রাকে পালানোর সময় গ্রামবাসীরা ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি গাছের সাথে ধাক্কা লাগে। ট্রাক থেকে নেমে খালের পানিতে লাফ দিলে সেখানেই ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই চোরের মৃতদেহ এবং আহত ট্রাক চালক মুকুলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ট্রাক চালক মুকুল রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর পুত্র। বর্তমানে সে ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় থাকেন। এ সময় পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও দুটি গরু উদ্ধার করেছে।