জামালপুরে কুটামনি আজিম উদ্দিন দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার কুটামনি আলহাজ আজিম উদ্দিন দাখিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবব্রত নাগ মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সমাজসেবক আবুল মুনসুর ও মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এর আগে মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবন ফিতা কেটে ও ফলক উম্মোচন করে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি।
জানা যায়, ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ভবনটির বাস্তবায়ন করে জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।