সংবাদ শিরোনাম ::
জামালপুরে ইউএনও’র অভিযান, অবৈধ ড্রেজার বেকু বিনষ্ট
মোঃ কবির হোসেন জামালপুর।
- আপডেট সময় : ০৬:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিনষ্ট করা হয় ৮টি ড্রেজার ও একটি বেকু। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ছনকান্দা, শরীফপুর ও বানারপাড়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো. বরকত উল্লাহসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
নির্বাহী কর্মকর্তা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই তিনটি স্থানে ৮টি ড্রেজার বিনষ্ট করা হয়েছে। ড্রেজারের সাথে বালু উত্তোলনে ব্যবহৃত অসংখ্য পাইপ ভাঙচুর করা হয়েছে। ট্রাকে বালু লোড কাজে ব্যবহৃত একটি ভ্যাকু বিনষ্টসহ বালু পরিবহন কাজে নিয়োজিত একটি ট্রাক আটক করা হয়েছে।