জানাযার সালাত শেষ হওয়ার পর চিরনিদ্রায় শায়িত হলেন মোহাম্মদ আব্দুল আলিম।
- আপডেট সময় : ০৫:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
আজ বেলা ১১ ঘটিকার সময় গৌরসার মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে গৌর সার নিবাসী, মোহাম্মদ , ইব্রাহিম রাহিমুল্লাহ এর বড় ছেলে মোঃ আব্দুল আলীম এর জানাজার সালাত অনুষ্ঠিত হয়, জানাজায় ইমামতি করেন গৌরসার নিবাসী আলহাজ্ব ক্বারী মোহাম্মদ ইউসুফ সাহেবের ছোট ছেলে হাফেজ আনোয়ার হোসেন। কান্না বিজড়িত কন্ঠে অত্যন্ত সুন্দরভাবে জানাযার সালাত আদায় করেন। গৌর সার, এলাহাবাদ, বারোর, মাসিকারা, ফুলতলী, চানপুর, দেবিদ্বার, এবং আরো অন্যান্য গ্রাম থেকে প্রচুর পরিমাণে মানুষ জানাজার সালাতে অংশগ্রহণ করেন। অনেক গণ্যমান্য ব্যক্তি, এবং অনেক ওলামায়ে কেরাম, কোরআনে হাফেজ জানাজায় অংশগ্রহণ করেন। জানাযার সালাত শুরুর পূর্বে ৭ নং এলাহাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, জনাব নুরুল আমিন , হোসাইন চেয়ারম্যান, এলাহাবাদ উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব ফুল মিয়া চেয়ারম্যান, গৌর সার মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি বিশিষ্ট শিল্পপতি জনাব শফিউল্লাহ, ও বিশিষ্ট ব্যবসায়ী, জনাব আবু মুসা সরকার, এবং গৌরসার ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা আব্দুস সামাদ, এবং মাওলানা মাহবুবুর রহমান, এবং মাইয়েতের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোঃ জহিরুল ইসলাম আলোচনা করেন।
জানাযার সালাত শেষ হওয়ার পর গৌর সার কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
আমি এই মাইয়াতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামীন যেন তাহার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন। এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামীন যেন এই মাইয়াতকে বেহেস্তের উচ্চ মাকাম দান করেন এবং বেহেশতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন। তার পিতা ইব্রাহিম রাহিমুল্লাহ গৌরসার ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, আল্লাহ তাকে ও যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন। এবং তার মা-ও দুনিয়াতে নেই, হে আল্লাহ, তাকেও জান্নাত দান করো আমিন।