জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে-জানে আলম খোকা
- আপডেট সময় : ০১:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা করা হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর বন্যাদূর্গত অসহায় মানুষের কষ্ট লাঘব ও সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘একই সাথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চাওয়া হয়।’
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকান্ডের সঙ্গে কেও জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন ও তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাঁই বিএনপিতে হবে না। অতএব দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্টু গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সকলকে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমান কে দেশে ফিরে আনতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, উপজেলা পষিদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অসোক কুন্ডু, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, সোহানুর রহমান লাবু, সহ-সাধারন সম্পাদক জসিম উদ্দিন মন্ডল, শাহ্ আরিফ, কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, আবু রায়হান আজাদ, এজিএস সেলিম, শওকত আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহব্বাক আয়োব আলী মন্ডল, শহর যুবদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, অসোক মাহমুদ রোমান, আরমান আলী, ফারহাদ হোসেন, সাফিউল আলম সবুজ, মাহমুদুল হাসান লিটন, মহিলা নেত্রী রাহুমা ইসলাম রিচি, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শওকত খন্দকার, আরিফুল ইসলাম, ছাত্রনেতা রাফি আল আমিন সহ ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতাকর্মীরা।