চুরি যাওয়ার ৯দিন পর গরু উদ্ধার, দেশিয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার।
- আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে
১৭ জানুয়ারী দিবাগত রাতে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার কেশবপুর উত্তরপাড়া মহল্লার বাসিন্দা রাজিয়া সুলতানা নামে এক গৃহবধুর ৪টি গরু চুরি হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানায় ওই গৃহবধু। এরপর পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুর তিনটি গরুসহ মোট পাঁচটি গরু উদ্ধার করে।
এঘটনায় বুধবার (২৫ জানুয়ারী) রাতে গৃহবধু বাদি হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই আসামীরা পুলিশের কাছে স্বীকার করে যে, তাঁরা গৃহবধুর রাজিয়া সুলতানার গরু সহ এলাকায় আরোও অনেক চুরি ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বায়রা পশ্চিমপাড়া ( চেংগাড়ী) এলাকার আনোয়ার হোসেন (৪১), নাটোরের তেগাছি ঘাট এলাকার আতাউর রহমান (৩৫), বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর মধ্যপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩২) ও দিনাজপুরের নবাবগঞ্জ মহারাজপুর এলাকার ইমন বাবু (২০)
পুলিশ জানায়, গত বুধবার (২৬ জানুয়ারি,রাতে পুলিশ নৈশকালীন ডিউটির সময় রায়কালী বাজারে চেক পোস্টে একটি হলুদ রঙ্গের পিকআপ থামানোর জন্য সংকেত দেয়। এসময় ওই পিকআপ পুলিশকে দেখে দ্রæত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটি আটক করে। এরপর পিকআপটি তল্লাসী করে দেশিয় অস্ত্রসহ চারজনকে আটক করে। এসময় একজন পালিয়ে যায়। পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা গৃহবধুর রাজিয়া সুলতানার গরু চুরির বিষয়টি স্বীকার করে। এরপর তাঁদেরকে সঙ্গে নিয়ে ওই গৃহবধুর তিনটি গরুসহ পাঁচটি গরু উদ্ধার করে।
গৃহবধু রাজিয়া সুলতানা বলেন, গরু চুরির পর খুব চিন্তায় পড়েছিলাম। অনেক খোঁজা খুজিও করেছিলাম। শেষে থানায় মামলা দায়ের করেছিলাম। পুলিশ আমার তিনটি গরু উদ্ধার করেছেন। আর একটি গরু চোরেরা কসাইকরের কাছে বিক্রি করায় সেটি উদ্ধার করতে পারেনি।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, গৃহবধু রাজিয়ার গরু চুরির পর থানায় মামলা করে। আমরা বিভিন্ন এলাকায় প্রতিরাতে চেক পোস্ট বসায়। সেখানে জব্দকৃত পিকআপটি ওইদিন রাতে পুলিশ থামানোর চেষ্টা করলে তাঁরা পালানোর চেষ্টা করে। এসময় চারজনকে গ্রেপ্তার করা হলেও একজন পালিয়ে যায়। এসময় পিকআপে দেশিয় অস্ত্র পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল। আমরা জিজ্ঞাসাবাদ করলে তাঁরা পৌর এলাকার রাজিয়া সুলতানার গরু চুরির কথা স্বীকার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গৃহবধুর তিনটিসহ আরো দুটি গরু উদ্ধার করি। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।