চিলমারী বন্দরে ২৮ পর্যটক নিয়ে প্রমোদতরী গঙ্গাবিলাশ
- আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চিলমারী নৌবন্দরে অবস্থান করছে আন্তর্জাতিক পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গাবিলাশ।
২৮ পর্যটক নিয়ে (১৫ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় চিলমারী নদী বন্দরের ব্রহ্মপুত্র নদে নোঙর করে। পরে নদের মাঝে নোঙর করা প্রমোদতরীতে পর্যটকরা রাত্রিযাপন করে। আজ (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে প্রমোদতরী থেকে স্পিড বোর্ডে করে বন্দরে এসে মাইক্রোবাসে করে রংপুরে যাত্রা শুরু করেন।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, প্রমোদতরীর পর্যটকরা বৃহস্পতিবার দিনব্যাপী রংপুরের তাজহাট প্যালেস, রংপুর জাদুঘর ও ডিমলা কালী মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে। পরিদর্শন শেষে সন্ধ্যায় চিলমারীতে ফিরে প্রমোদতরীতে রাত্রিযাপন করবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রমোদতরীটি ভারতের আসাম রাজ্যে ডীব্রুগরের দিকে যাত্রা শুরু করবে।
পর্যটকরা বন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবার রহমান ও উপজেলা চেয়ারম্যান রোকনুজ্জামান শাহীন।
বাদশাহ্ সৈকত
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, এ প্রমোদতরীটি চলতি বছরের গত ৬ জানুয়ারি ভারতের বারানসি থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২৭ নদ-নদীর ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশের চিলমারী হয়ে ভারতের আসাম রাজ্যের ডীব্রুগর গিয়ে যাত্রা শেষ করবে। এ প্রমোদতরী প্রতিজন পর্যটককে গুণতে হয়েছে ১২ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপী।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবার রহমান জানান, প্রমোদতরীটি বুধবার সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে এসে পৌঁছায়। পরে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। পর্যটকরা রংপুরের কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করে আজ সন্ধ্যায় ফিরে এসে প্রমোদতরীতেই রাত্রী যাপন করবেন। শুক্রবার সকালে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করবে।
এদিকে চিলমারী নৌ-বন্দরে অবস্থান করা প্রমোদতরীটি দেখতে আসছেন স্থানীয়রা।