চিরিরবন্দরে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে
মোঃ লিটন সরকার চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসন আন্তঃ ইউনিয়নে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে চিরিরবন্দর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি।
খেলায় অংশগ্রহণ করেন ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদ বনাম ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ ভলিবল দল। খেলায় নির্ধারিত সময়ে ৩টি সেটের মধ্যে নশরতপুর ইউনিয়ন কে ২/১ সেটে হারিয়ে আউলিয়া পুকুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ান হয়।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ আশিকুর রহমান, সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১০ পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, কৃষি বিষয়ক সম্পাদক জয় সিং, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সরকার তুহিন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তপন মহান্ত,সহ প্রচার সম্পাদক আবু হাসনাত ডন, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার, উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।