চিরিরবন্দরে পদযাত্রা ও শান্তি সমাবেশ শান্তিপ্রিয় ভাবে শেষ
- আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
লিটন সরকার, দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী শেষ হয়েছে। সেই সাথে একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত দু’টি দল পৃথক পৃথক ভাবে ওই পদযাত্রা ও শান্তি সমাবেশ কর্মসূচী শান্তিপ্রিয় ভাবে শেষ হয়।
জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদযাত্রা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ওই পদযাত্রা কর্মসূচী পালন করা হয়। পদযাত্রা কর্মসুচীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সবকটি ইউনিয়নে ভাগে ভাগে অংশ গ্রহণ করেন।
অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১২টি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। সেই শান্তি সমাবেশে উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, ১২টি ইউনিয়ন আমিসহ আমাদের বিট অফিসারগন শান্তি সমাবেশ ও পদযাত্রা কর্মসূচী পালনকালে টহলে ছিলাম। যে কারনে কোন প্রকার ঘটনা ছাড়াই শান্তি প্রিয় ভাবেই কর্মসূচী শেষ হয়েছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।