চাঁদের ফাঁসির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ মে) রবিবার দুপুরে মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ সমাবেশের আয়োজনে
শহরের মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
উক্ত সমাবেশে বক্তারা বিএনপির শীর্ষ নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে কটূক্তি আওয়ামী কখনোই মেনে নেবে না।
এ সময় উপস্থিত নেতারা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।
এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উক্ত সমাবেশে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
বাংলাদেশ আওয়ামী লীগ
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার সভাপতি মোঃ ইমাদ মিয়া ( সহকারি অধ্যাপক ) সহ আওয়ামী লীগের মহানগর শাখার বিভিন্ন নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ বক্তব্য দেন।