চট্টগ্রামের পটিয়া থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব
- আপডেট সময় : ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর চার জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে র্যাব। বুধবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও বদ্দারহাট ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেফতারকৃত চার জঙ্গি হলেন-পটুয়াখালীর বাসিন্দা হোসাইন আহমেদ, কুমিল্লার বাসিন্দা নিহাল আবদুল্লাহ ও আল আমিন এবং খুলনার বাসিন্দা আল আমিন ওরফে পার্থ কুমার দাস। খন্দকার আল মঈন জানান, জঙ্গি সংগঠনটির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেয় গ্রেফতার হওয়া চার জঙ্গি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়ার বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গহীন পাহাড়ে তারা অস্ত্র পরিচালনা এবং বোমা তৈরিতে পারদর্শী হয়ে ওঠে। বিভিন্ন স্থাপনার ওপর হামলা করার পরিকল্পনা ছিল গ্রেফতার হওয়া জঙ্গিদের। তাদের নতুন আমিরকে গ্রেফতার করা হলে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।