রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ পুলিশের এআইজিপি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে ‘ফ্রী মেডিকেল ক্যাম্প’ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) সংলগ্ন উত্তরণ ফাউন্ডেশনের সদ্য ক্রয়কৃত নিজস্ব মাঠে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে দৌলতদিয়া পূর্বপাড়ার অবহেলিত যৌনকর্মী মা ও শিশুদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও অসহায় যৌনপল্লীর ১৬০০ যৌনকর্মীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সালাহ উদ্দিন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর পরিচালক ও উত্তরণ ফাউন্ডেশনের সদস্য মো. সেলিম মুন্সী, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এন্ড ফিল্ড অপারেশন ড. আছিফ কিবরিয়া প্রমুখ।
বাংলাদেশ পুলিশের এআইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) মেডিকেল ক্যাম্পটির আয়োজক সংস্থা ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ২০১৪ সাল থেকে সংস্থাটির ব্যানারে অসহায় নারী, পিছিয়ে পড়া বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন।
গত কয়েক বছর ধরে তিনি রাজবাড়ীর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লীর) যৌনকর্মীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের পিছিয়ে পড়াদের দিন বদলের কারিগর ও নিবেদিত প্রাণ হিসেবে এআইজিপি হাবিবুর রহমানের অনেক প্রশংসাও রয়েছে।
উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এন্ড ফিল্ড অপারেশন ড. আছিফ কিবরিয়া বলেন, সদ্য ক্রয়কৃত নিজস্ব জমিতে উত্তরণ ফাউন্ডেশন ৪ তলা বিশিষ্ট ভবন করবে। যেখানে হাসপাতাল, ট্রেনিং সেন্টারসহ পুনর্বাসন কেন্দ্র। এছাড়াও দেবগ্রাম ইউনিয়নে পূর্ব তেনাপচা গ্রামে হবে অত্যাধুনিক হাসপাতাল। যেখানে থাকবে আধুনিক চিকিৎসা সেবা ব্যাবস্থা। খুব দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়ন হবে বলে তিনি জানান।
সম্পাদক : মোঃ মোত্তালিব সরকার। যখন সময় লিমিটেডের পক্ষে প্রকাশক মাহের আহমেদ কর্তৃক ধুনট মোড়, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ধুনট মোড়, শেরপুর-৫৮৪০, শেরপুর, বগুড়া । বিজ্ঞাপন ফোন: ০৯৬৯৭-৫৪৪৮২৭, ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com
Copyright © 2024 দৈনিক যখন সময়. All rights reserved.