গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় অটোচালকসহ নিহত ২
- আপডেট সময় : ০৮:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী আঞ্চলিক সড়কে ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নলছাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন এবং এ দূঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মারুফ হাসান জানান, এ দূঘটনায় ফলে ঘটনাস্থলেই ২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ দূঘটনায় হতাহতদের কোন পরিচয় জানা যায়নি।
উক্ত এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে টঙ্গী আসার পথে চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের কালীগঞ্জের নলছাটা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হন এবং ৫ জন আহত হন। পথচারীরা হতাহতদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে চিৎকিসার জন্য নেওয়া হয়। হাসপাতালে নেওয়া পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিৎকিসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।