খুকৃবি ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত
- আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
খুকৃবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিবসে কোমলমতি শিশু দের নিয়ে কেক কাটা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কাসেম চৌধুরী এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠা কমিটির সভাপতি এম এম তানসেনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য। এসময় আরো উপস্থিত ছিলেন খুকৃবি ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস রেজা, পার্থ প্রতিম বর্মণ, তাসনীম পারভীন জিসা, হাসিবুর রহমান হৃদয়, তন্ময় বসু, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।