খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
এম এ মুছা, পটিয়া (চট্টগ্রাম ) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় খলিলুর উচ্চ বিদ্যালয়ের এস.এসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮শে এপ্রিল ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক এর সভাপতিত্বে ও বিক্রম ভট্টাচার্যের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পটিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আইয়ুব বাবুল,পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি)রাকিবুল ইসলাম, এডভোকেট বদিউল আলম।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি(তদন্ত) সৈয়দ আসাদুজ্জামান,
অধ্যক্ষ আবু তৈয়ব,পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, এ কে এম শাহজাহান উদ্দিন, মিসেস নুর নাহার জালাল, সঞ্জয় কান্তি দে,অধ্যক্ষ ছোটন নাথসহ নেতৃবৃন্দ।
বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় তাসনিয়া ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল নাঈমা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব খলিলুর রহমান বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত তবররুক বিতরন করা হয়।