কেউ একজন আসুক
- আপডেট সময় : ০৬:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
কেউ একজন আসুক
✍️লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান
জাগতিক প্রয়োজনহীন
কেউ একজন আসুক,
যে রাগ করবে নিদ্রার জন্য,
ফজর ছুটে গেলে।
কেউ একজন আসুক,
যে মানুষটি ঘুম ঘুম চোখে অজুর শেষে তার আন্তরিকতার আস্তিনে মুছতে দিবে মুখ।
দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে, “ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম”।
কেউ একজন আসুক,
যে মানুষটি অভিমান করবে যোহর কাজা হয়ে গেলে।
শাস্তিস্বরূপ রান্না বন্ধ রাখবে।
কেউ একজন আসুক,
আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে, যে শাসনের চোখ তুলে তাকাবে।
কেউ একজন আসুক,
যে মাগরিবে জায়নামাজে এগিয়ে দেবে।
নামাজ প্রান্তে মনে করিয়ে দেবে,
“আল্লাহুম্মা আজিরনি মিনান্নার”।
কেউ একজন আসুক,
অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে,
যে তালকিন দিবে,” ইযা ওয়াকিয়ার”।
কেউ একজন আসুক,
এশাহীন নিষ্ক্রিয় শুতে গেলে,
যে বলবে আজ বিছানা বারণ।
কেউ একজন আসুক
যে কোমল দীপ্ত আরিতে,
একসাথে সুর তুলবে,”তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক”।
কেউ একজন আসুক,
যে শেষ রাত্রি তাহাজ্জুদের সঙ্গী হবে।