কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আজ রবিবার (১০ ডিসেম্বর ) সকাল ১১টায় কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ৯ নভেম্বর ঘোষণা দেয়,১০ নভেম্বর বিকেল ৩টায় ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করবে। আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে খোকসা পৌর বিএনপির নেতাকর্মীরা সকালের থেকেই প্রস্তুতি নেয়।
খোকসা পাইলট হাই স্কুল মাঠের কাছে বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সকাল ১১টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা খোকসা বাজার প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক যুবনেতা মুস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী, থানা কৃষক দলের আহ্বায়ক রফিক মন্ডল, যুবনেতা বাংলা, এবং পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে যুবসংঘ ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি আওয়ামীলীগ কে ঘরে নিরাপদ থাকতে বলেন।রাজপথে নামলে,বাংলার মাটিতে আর থাকতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেন।