কুমারখালীতে বোন জামাই`র হাতে খুন হলেন ইউনুস!
- আপডেট সময় : ০২:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার বোন জামায়ের লোকজন। শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া মাঠে ধান কাটতে গেলে মাঠের মধ্যে নৃশংস ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তাকে বাচাতে গিয়ে আহত হয়েছেন তার ছেলেসহ ৪ জন।
নিহত ইউনুস আলী আড়পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যাই, মুক্তার শেখের মেয়ের সঙ্গে দীর্ঘদিন আগে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইউনুস আলীর ছেলের। কিছুদিন যাওয়ার পরে দুই পরিবারের
মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সকালে ইউনুস আলী বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে ধান কাটতে গেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। এসময় বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য গত ১৬ মে বৃহস্পতিবার ক্ষয়ক্ষতি ও তাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন ইউনুস আলী অভিযোগে মুক্তার হোসেন কে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখসহ ১২ জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দেন তিনি এঘটনার একদিনের মাথায় আজ সকালে মুক্তার হোসেনের হাতেই খুন হন ইউনুস আলী।
এবিষয়ে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ জানান,দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো সকালে ইউনুস আলী ধান কাটতে গেলে তাকে কুপিয়ে হত্যা করে মুক্তার হোসেনের লোকজন। এঘটনায় দুজন কে আটক করা হয়েছে।