কালাইয়ে ভ্রাম্যমান আদালতে তিন ফার্মেসির জরিমানা
- আপডেট সময় : ১১:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে ৪ টি ঔষধ ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মজ্ঞলবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি । এ সময় ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ এবং রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকায় জরিমানা এ জরিমানা করা হয়।
এ সময় সাথে ছিলেন, জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোকছেদুল আমিন এবং এ অভিযানে সহায়তা করেন কালাই থানা পুলিশ সদস্য ।
ড্রাগ সুপার মোঃ মোকছেদুল আমিন বলেন, জয়পুরহাটে ঔষধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, অনিয়মের কারণে ৪ টি ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের মোবাইল কোর্ট চলমান থাকবে।