সংবাদ শিরোনাম ::
কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত
মোঃ শাহারুল ইসলাম, কালাই (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
্
জয়পুরহাটের কালাইয়ে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আব্দুল মোমিন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভটভটির চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, গোবিন্দগঞ্জে মাছ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভটভটি উল্টে খাদে পড়ে গেলে চালকসহ ভটভটিতে থাকা মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠানো হয়েছে।