কালাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
মোঃ শাহারুল ইসলাম, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে ৯ (নয়) বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। বুধবার বেলা ১২টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া–বাসুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানার পিতার নাম ফরিদুল ইসলাম বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফারজানা বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করত। ফারজানা এবং তার তিন বছরের ছোট ভাইকে নিয়ে দাদা দাদির কাছে থাকত। সন্তানদের ভবিষ্যৎ, বয়স্ক পিতা-মাতার এবং তাদের জীবিকার সন্ধানে ফারজানার বাবা ঢাকায় রিস্কা চালান এবং মা গার্মেন্টসে কাজ করেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে ফারজানা তার দাদার সাথে খাবার খেয়ে তার খেলার সাথীদেরকে নিয়ে বাড়ির পাশে বেলা ১২টার দিকে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে ফারজানাকে দেখতে না পেয়ে সহপাঠিরা তাকে খুঁজতে থাকে এবং চিৎকার করে। এসময় পুকুরের আশে পাশে থাকা কয়েকজন পুকুরের নেমে খুঁজার এক পর্যায়ে কাজল নামের এক ব্যাক্তি ফারজানাকে পানির নিচে থেকে উদ্ধার করে।
কালাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু ফারজানা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।