কাউনিয়ার হারাগাছে বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া বেগম

- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

রংপুর জেলার কাউনিয়ার হারাগাছে বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া বেগম (৫৬) নিহত হয়েছেন।
আজ (১ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৭টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের নিহত
স্ত্রী রাবেয়া বেগম রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বরের তপধন শহীদ আবাসনের বাসিন্দা।
রেদওয়ান হিমেল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকালে ওই বৃদ্ধা হারাগাছ রংপুর সড়কের দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় বালুভর্তি একটি ডাম্পট্রাক বানুপাড়া শহীদ ভাটা এলাকায় ওভারটেক করার সময় একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এ ঘটনার পরপর বালুভর্তি ডাম্পট্রাকটি রাস্তার পাশে পথচারী ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের নিহত স্ত্রী
রাবেয়া মারা যান।
ট্রাক ও চালককে আটক করা যায়নি। তবে পুলিশ এ বিষয়ে আন্তরিক ভাবে কাজ করছে।