করতোয়া একাডেমী কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
করতোয়া একাডেমী কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী বটতলা বাজারের দক্ষিণ পার্শ্বে অবস্থিত।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতিয়ানী গ্রামের সমাজসেবক মোঃ আব্দুস সাত্তার প্রামাণিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন, সংরক্ষিত ইউপি সদস্য গোলাপি, ইউপি সদস্য ওমর ফারুক, মোন্নাফ, সার্জেন্ট আব্দুস সালাম।
এছাড়াও করতোয়া একাডেমী কেজি স্কুলের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক সোহেল রানা, সহকারী শিক্ষক সবুজ হাসান, তহমিনা, হেলেনা, সীমা, মোনেক্কা, তানিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করতোয়া একাডেমী কেজি স্কুলের সহকারী শিক্ষক রুবেল হাসান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।