ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জলঢাকায় জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বেদখলের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বগুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কেউ একজন আসুক খানপুর ইউনিয়ন সোনালী সংসদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

কফিন খুলে স্বজনরা দেখলেন, লাশটি পিরোজপুরের রাকিবের নয়

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন কুমিল্লার সাইফুল ইসলাম ও পিরোজপুরে রাকিবুল হাসান। আজ বুধবার তাদের মরদেহ আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলায় সাইফুলের লাশ চলে যায় রাকিবের বাড়িতে। আর রাকিবের লাশ যায় সাইফুলের বাড়িতে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের বাসিন্দা রাকিবুল হাসান (৩০) এবং কুমিল্লার সাইফুল ইসলাম গত ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাকিবের মরদেহ ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি পিরোজপুর নিয়ে আসা হয়। সেখানে রাকিবের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষা করছিলেন আত্মীয়-স্বজনরা। কিন্তু কফিন খোলার পর তারা দেখতে পান, মরদেহটি রাকিবের নয়, অন্য কারও।

তারা খোঁজ নিয়ে জানতে পারেন, রাকিবুল হাসানের সঙ্গে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামের আরেক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের মরদেহ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। কিন্তু বাক্সের গায়ে ‘নামের ভুলের কারণে’ রাকিবের লাশ সাইফুলের পরিবারের কাছে এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়েছে।

রাকিবের বাবা ও তাদের স্বজনদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণে রাকিবের পরিবারকে এই হয়রানির শিকার হতে হয়েছে।

রাকিবের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে রাকিবুল হাসান ওমানে পাড়ি জমান। ছয় মাসের যমজ শিশুসহ তিন মেয়ে রয়েছে তার। আজ বিকেলে আসরের নামাজের পর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাকিবের লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কফিন খুলে স্বজনরা দেখলেন, লাশটি পিরোজপুরের রাকিবের নয়

আপডেট সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন কুমিল্লার সাইফুল ইসলাম ও পিরোজপুরে রাকিবুল হাসান। আজ বুধবার তাদের মরদেহ আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলায় সাইফুলের লাশ চলে যায় রাকিবের বাড়িতে। আর রাকিবের লাশ যায় সাইফুলের বাড়িতে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের বাসিন্দা রাকিবুল হাসান (৩০) এবং কুমিল্লার সাইফুল ইসলাম গত ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাকিবের মরদেহ ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি পিরোজপুর নিয়ে আসা হয়। সেখানে রাকিবের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষা করছিলেন আত্মীয়-স্বজনরা। কিন্তু কফিন খোলার পর তারা দেখতে পান, মরদেহটি রাকিবের নয়, অন্য কারও।

তারা খোঁজ নিয়ে জানতে পারেন, রাকিবুল হাসানের সঙ্গে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামের আরেক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের মরদেহ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। কিন্তু বাক্সের গায়ে ‘নামের ভুলের কারণে’ রাকিবের লাশ সাইফুলের পরিবারের কাছে এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়েছে।

রাকিবের বাবা ও তাদের স্বজনদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণে রাকিবের পরিবারকে এই হয়রানির শিকার হতে হয়েছে।

রাকিবের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে রাকিবুল হাসান ওমানে পাড়ি জমান। ছয় মাসের যমজ শিশুসহ তিন মেয়ে রয়েছে তার। আজ বিকেলে আসরের নামাজের পর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাকিবের লাশ দাফন করা হয়।