উখিয়ায় বিদেশী বিয়ার ক্যানসহ র্যাব-১৫ কর্তৃক ২ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
করিম উল্লাহ বিশেষ, উখিয়া,(কক্সবাজার) প্রতিনিধিঃ
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ২৮ তারিখ অনুঃ ২০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া রাজাপালং ইউনিয়ন পালং জেনারেল হাসপাতাল, কুতুপালং পার্শ্বস্থ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশের এলাকা তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২৪(চব্বিশ) টি বিদেশী বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের মোঃ কাদের হোসেনের ছেলে মোঃ ইমরান (২২), (এফডিএমএন), ব্লক-এ/৫, ক্যাম্প-০৭, হেডমাঝি-জাফর, সাব মাঝি-সাইফুল ইসলাম, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মনির আহম্মদ এর ছেলে নাজিমুল হাসান (৩০)।
আটকব্যক্তিরা জানায়, পরস্পর যোগসাজসে উক্ত বিদেশী বিয়ার ক্যান অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত বিদেশী বিয়ার ক্যানসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।