ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্দ্যেগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাইর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ জুন) সোমবার বিকেলে নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাও. আব্দুর রহমান কাশেমির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মুহাঃ মাহমুদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক মুহাঃ আমিরুজ্জামান পিয়ালসহ জেলা ও মহানগর শাখা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নগরীর নগর ভবনের সামনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।