ইসলামপুরে নৌকায় সিল মারার অভিযোগ লাঙ্গল প্রার্থীর
- আপডেট সময় : ০৪:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ।রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, ‘উপজেলার ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০ টি ভোট কেন্দ্রের লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার মহোৎসব চলছে। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানালেও তারা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম বলেন, ‘লাঙ্গল প্রতীকের প্রার্থী যেসব কেন্দ্রের কথা বলেছেন সেসব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে ফোন করে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত ঘটনার স্থলেই পুলিশ বিজেপির ফোর্স পাঠানো হচ্ছে।