ইতালির ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী আনন্দ ভ্রমণ
- আপডেট সময় : ১০:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
অত্যান্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী আনন্দ ভ্রমণ ২০২৩ parco sigurta & Borghetto, Verona শহরে আয়োজিত এই ঈদ পূনর্মিলনী প্রবাসে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠন সহ বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হয়।
ইতালির ভেনেতো শহরের এদিগে নদীর উপর প্রতিষ্ঠিত ভেরোনা শহরটি ।এই নগরে রয়েছে প্রায় ২৬৫,০০০ জন বাসিন্দা এবং এটা ইতালির সাতটি প্রাদেশিক রাজধানীর মধ্যে অন্যতম।
ভেরোনা নগরীটি ঐ অঞ্চলের অঙ্গরাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহৎ নগর এবং উত্তরপূর্ব ইতালির তৃতীয় বৃহত্তম নগরী হিসাবে পরিচিত।
ভেরোনা নগরীতে প্রাচীন শহুরে নির্মাণ ও স্থাপনার জন্য ইউনেস্কো এই নগরীকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইতালি ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আকবর খাঁন সভাপতিত্বে উক্ত ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠান টি পরিচালনা করেন
সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী।
উক্ত ঈদ পূনর্মিলনী ও আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইতালি ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আরফান মিয়া মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার সরদার।
এসময় আরো উপস্হিত উপস্থিত ছিলেন মফিজ হোসেন মুন্না, রুজেল রহমান, আমানুর রহমান, মিথুন মাঝি,জলিল মিয়া, আব্দুল হক, জহিরুল ইসলাম, শুভ আহমেদ নিরব,আবদুল আলীম, রাজিব খাঁন,সবুজ লাকুরিযা,আকাশ, সৌরভ, রুবেল আহমেদ, ফারুক মিয়া, তুহিন মিয়া প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ইতালি ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিনোদন ও পুরস্কার বিতরণ এবং রাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ভেনিস শাখা বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
ঈদ পূর্মিলনী ও আনন্দ ভ্রমণ মেয়েদের বালিশ খেলা প্রথম পুরস্কার পান সিমা রহমান, দ্বিতীয় পূরস্কার পান মাহমুদা আক্তার, তৃতীয় পুরস্কার পান মনি বেগম। বালিশ খেলা সব মহিলাদের বিশেষ পুরস্কার বিতরণ করেন এবং সব বাচ্চাদের জন্য ও বিশেষ পুরস্কারের দেওয়া হয়েছে।
আরো বিশেষ আর্কশন ছিল লটারি। লটারি প্রথম পুরস্কার পান রুবেল আহমেদ সজিব, দ্বিতীয় পুরস্কার পান জামান আহমেদ, তৃতীয় পুরস্কার পান সৌরভ মিয়া। সবকিছু মধ্য ফুটে ওঠে বাংগালী ঐতিহ্য।
সকাল ৮টা হতে ভেনিস শহর হতে যাএা শুরু হওয়া ঈদ পুনর্মিলনী আনন্দ ভ্রমণ ২০২৩ শেষ করে রাত ৮ টা ভেনিসে পৌঁছায়ে সমাপ্তি হয়।