আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়;জিএম কাদের
- আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়; কেননা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ থাকে না।
দলের নেতা-কর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।
দেশে এখন বিরাজনীতিকরণ চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন, দেশের মালিক জনগণ; কাজেই তাদের নিরপেক্ষভাবে ভোটে দেয়ার অধিকার দিতে হবে।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সংবিধান মেনে নির্বাচন হলেও বাংলাদেশে তা হচ্ছে না। যতদিন না পর্যন্ত সুষ্ঠু ও সঠিক নির্বাচন হবে, বাংলাদেশ যে প্রজাতন্ত্র তা বলা যাবে না।
এছাড়া নির্বাচনে সাধারণ মানুষের আস্থা একেবারে নেই বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।