ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুম খুনের প্রতিটি মামলায় হুকুমের আসামী থাকবে হাসিনা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জলঢাকায় জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বেদখলের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বগুড়ায় ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় বৃদ্ধা মাকে হুইল চেয়ার প্রদান জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বের সিস্টেম যদি বলবৎ থাকে তাহলে কি আমরা এই বাংলাদেশ জন্য জীবন দিয়েছি ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কেউ একজন আসুক খানপুর ইউনিয়ন সোনালী সংসদের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো’ রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত।

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল ইউরোপ ব্যুরো চীফ...
  • আপডেট সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৬০০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত শনিবার ১০ জুন ইটালির রভিগো’ প্রদেশের সমুদ্র সৈকত সংলগ্ন একটি নয়নাভিরাম খামারবাড়ি রেস্টুরেন্ট ‘Ultima Spiaggia’ তে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

এই মিলনমেলায় ভেনেতো রিজিওনের ভেনিস, পাদোভা, বেল্লোনো ও রভিগো প্রদেশের আইপিএ কর্মকর্তা ও সদস্যগন অংশগ্রহণ করেন।
ভেনিস থেকে দুজন বাংলাদেশী আইপিএ সদস্য সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল ও আনোয়ারুল ইসলাম ভূইয়া উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান উদ্দিন দুলাল।
আলোচনা পর্ব শেষে সকলে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছের প্রাধান্য এক ভোজসভায় মিলিত হন।
বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস আর মিউজিক পর্ব শেষে সকলে লটারিতে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইপিএ ইতালির রিজিওনাল প্রেসিডেন্ট মি. দিয়েগো ত্রলেসে, লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মি. ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট বারতোলমেও ফিনি, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল কানেটা ইভো প্রমুখ। উপস্থিত আইপিএ কর্মকর্তা ও সদস্যবৃন্দ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন” ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও। বিশ্বের ৬৫টি দেশে এর শাখা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো’ রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত।

আপডেট সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

গত শনিবার ১০ জুন ইটালির রভিগো’ প্রদেশের সমুদ্র সৈকত সংলগ্ন একটি নয়নাভিরাম খামারবাড়ি রেস্টুরেন্ট ‘Ultima Spiaggia’ তে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন (IPA) এর ভেনেতো রিজিওনাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

এই মিলনমেলায় ভেনেতো রিজিওনের ভেনিস, পাদোভা, বেল্লোনো ও রভিগো প্রদেশের আইপিএ কর্মকর্তা ও সদস্যগন অংশগ্রহণ করেন।
ভেনিস থেকে দুজন বাংলাদেশী আইপিএ সদস্য সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল ও আনোয়ারুল ইসলাম ভূইয়া উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান উদ্দিন দুলাল।
আলোচনা পর্ব শেষে সকলে বৈচিত্র্যময় সামুদ্রিক মাছের প্রাধান্য এক ভোজসভায় মিলিত হন।
বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস আর মিউজিক পর্ব শেষে সকলে লটারিতে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইপিএ ইতালির রিজিওনাল প্রেসিডেন্ট মি. দিয়েগো ত্রলেসে, লোকাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মি. ভিটো সিন্ডাকো, ভাইস প্রেসিডেন্ট বারতোলমেও ফিনি, সাবেক কর পুলিশ লেফটেন্যান্ট মনাকো ভিঞ্চেঞ্ছো ও সাবেক কর পুলিশ মার্শাল কানেটা ইভো প্রমুখ। উপস্থিত আইপিএ কর্মকর্তা ও সদস্যবৃন্দ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশ্বময় ঐক্য শান্তি সমৃদ্ধিকল্পে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত “আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন” ইউরোপ, আমেরিকা, ইউনেস্কো এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল কর্তৃক বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি এনজিও। বিশ্বের ৬৫টি দেশে এর শাখা রয়েছে।