অসহায় কৃষকের ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিলেন রংপুর কারমাইকেল কলেজ শাখার ছাত্রলীগ
- আপডেট সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও মহানগরের কৃষকের ধান কেটে দেয়া হচ্ছে, তারি ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আজ ( ৮ মে) সোমবার সকাল ১১ হতে ৩ টা পযর্ন্ত রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের আক্কেলপুর এলাকার কৃষক মোখলেসুর রহমানের ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেয় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক নেতা ও কর্মী আকতারুল ইসলাম ফাহিম, মিন্টু মিয়া, আশরাফুল ইসলাম আলিফ, রুবেল ইসলাম, রিয়াজুল জান্নাত নাইস, আকিমুল ইসলাম ইমন।
রংপুর কারমাইকেল কলেজ শাখার ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রুবেল ইসলাম, রিয়াজুল জান্নাত নাইস এর
সাথে কথা বলে জানা যায় বাংলাদেশ ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের যেকোনো নির্দেশনায় পাশে থাকবে এবং তা বাস্তবায়ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে।